এই উৎসবের মধ্যে ছিল দাবা, ক্যারম ও শুটিং। এর মধ্যে ক্যারম দ্বৈতে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছেন জাগো নিউজের ফটোসাংবাদিক বিভাস দিক্ষিৎ বিপ্লব (বিপ্লব দিক্ষিৎ) ও দ্য ডেইলি অবজারভারের জীবন আমির জুটি।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী (৫০ বছর) উপলক্ষে আয়োজন করা হয় ওয়ালটন বিপিজেএ ক্রীড়া উৎসব।
এই জুটি হারিয়েছে দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক এস এ মাসুম ও এফএনএসের রেহমান আসাদকে।
ক্রীড়া উৎসব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিত ঘোষ ও সাধারণ সম্পাদক কাজী বোরহানউদ্দিন এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা।