গত ২১ মার্চ রোজ মঙ্গলবার গণমুক্তি জোট- এর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ-এর সভাপতিত্বে ও জোটের কো- চেয়ারম্যান প্রফেসর এ.আর খান এর সঞ্চালনায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি মনোনয়ন বোর্ড গঠন করা হয়।
উক্ত বোর্ডের প্রধান করা হয় জোটের প্রধান সমন্বয়ক আবু লায়েস মুন্না এবং সদস্য হিসেবে থাকবেন ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ- চেয়ারম্যান, গণমুক্তি জোট, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ- প্রধান উপদেষ্টা, গণমুক্তি জোট, সাবেক সচিব কাশেম মাসুদ- মুখপাত্র, গণমুক্তি জোট, প্রফেসর এ.আর খান- কো চেয়ারম্যান, গণমুক্তি জোট, ড. মোমেনা খাতুন- উপদেষ্টা, গণমুক্তি জোট, ড. ইশা মোহাম্মদ- উপদেষ্টা, গণমুক্তি জোট, হারুন-অর-রশীদ- কো চেয়ারম্যান, গণমুক্তি জোট, আমিনা খাতুন- কো চেয়ারম্যান, গণমুক্তি জোট, আল আমিন রাজু- সমন্বয়ক, গণমুক্তি জোট, মো. শাহজামাল আমিরুল- সমন্বয়ক, গণমুক্তি জোট, মনিমোহন বিশ^াস- সমন্বয়ক, গণমুক্তি জোট, প্রিন্স চৌধুরী- সমন্বয়ক, গণমুক্তি জোট, মারিয়্যাম আমিনা- সমন্বয়ক, গণমুক্তি জোটকাশেম মাসুদ সাবেক সচিব মুখপাত্র, গণমুক্তি জোট মোবা: ০১৭১১৪৮৩৬১১।
নির্বাচনে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান করা গেল।