বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় একই অবস্থা। সিএন্ড বি মোড়ে অবস্থিত পুলিশ কমিশনার অফিস থেকে সার্কিট হাউজ পর্যন্ত এলাকাটি সাধারণ মানুষের কাছে নিরাপত্তা বলয় বেষ্টিত।
রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় থেকে সার্কিট হাউজ পর্যন্ত দুপাশের ফুটপাতজুড়ে অসংখ্য দোকান।স্বাচ্ছন্দে পায়ে হেঁটে চলার কোন সুযোগ নেই ফুটপাতের নিচে রাস্তায় নামলেই বেপরোয়া গতির মোটরসাইকেল ও গাড়ির উপদ্রব।এক সময় এখানে সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসতেন। আসতেন প্রবীণ ব্যক্তিবর্গ প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি করার জন্য।কাল ক্রমে ভিআইপি এলাকা হিসেবে খ্যাত স্থানটি সৌন্দর্য্যহানি ঘটিয়ে উপদ্রবে পরিণত হয়েছে। ঘাঁটি গেড়েছে একশ্রেণীর উশৃংখল তরুণ-তরুণীরাও।ফুটপাতের ওপর থেকে দোকানগুলো সরিয়ে বাঁধের ওপর ও নীচে নেয়া যেতে পারে। যাদের এসব দোকানে কেনাকাটা ও খাওয়া-দাওয়া করা প্রয়োজন তারা সেখানেই যেতে পারেন।একই সাথে এলাকাটিকে করা যেতে পারে পারিবারিক, প্রবীণ ও শিশুদের বিনোদন স্থল।কেবলমাত্র নগরীর সিএন্ডবি মোড়ই নয় নগরীর অধিকাংশ এলাকার ফুটপাতজুড়ে রয়েছে দোকানের মালামাল। আর রাস্তা জুড়ে রয়েছে নির্মাণ সামগ্রী।
অটোরিক্সা এবং বখাটেদের মোটরসাইকেলের বেপরোয়া ও ঊশৃংখল চলাচল সড়ক নিরাপত্তা হুমকিগ্রস্থ করে চলেছে।