রাজধানীর হোটেল শেরাটনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ইউএস এইড আয়োজিত “বাংলাদেশ আওয়ামী লীগের আঞ্চলিক ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের দলীয় সক্ষমতা বৃদ্ধির ওপর জাতীয় আলোচনা” শীর্ষক সভা আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আঞ্চলিক নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ড. সেলিম মাহমুদ – তথ্য ও গবেষণা সম্পাদক, দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া , ড. শাম্মী আহমেদ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়াও সাবেক কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবির কাওসার সহ বাংলাদেশ আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির কর্তা ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন লেইজলি রিচার্ডস, ডেপুটি চিফ অফ পার্টি, অফিস অফ ডেমোক্রেসি,ইউএস এইড। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পার্টির প্রধান ডানা এল ওল্ডস।