চট্টগ্রামের লালখান বাজারস্হ কর্নেল হোটেল মোড়ে রয়েছে পপুলার ফর্মেসী নামক একটি ন্যার্য মূল্যের ঔষুধের দোকান,যা দীর্ঘ পনের ষোল বছর ধরে
যেখানে অসহায় গরিব দূখী মাণুষের স্বাস্থ্য সেবা বন্ধুর মত দেওয়া হয় এবং সুলভ মূল্যে ঔষুধ বিক্রয় হয় । পুরো করোনা কালীন সময়ে সম্মুখ সারির যোদ্ধার মত সাধারণ মাণুষের জন্য কাজ করে বিশেষ অবদান রেখেছিলেন নিঃস্বার্থ সমাজ সেবক রাজু দত। দূখী মাণুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন এবং এখনো তিনি তা অব্যাহত রেখেছেন।
কথা হয় সেই পপুলার ফর্মেসী দোকানের কর্ণধার জনাব.রাজু দত্ত সাথে।
আমাদের প্রশ্ন ছিল যে এত এত গবির সাধারন মাণুষকে আপনি ধরতে গেলে প্রায় বিনামূল্যেই ঔষুধ সেবা প্রদান করছেন তাতে আপনার কোন সমস্যা বা ক্ষতি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন,উপর ওয়ালা এবং আপনাদের দোয়ায় আমার কোন ক্ষতি বা সমস্যা হয়নি। তবে কিছুটা অভাবে পড়েছিলাম, যদিও এখন তা কেটে গেছে অনেক খানি। সাধারণ লোকজনের সেবা করতে পারাটা সৌভাগ্যের বিষয় বলে মনে করি।
তাসনিউজ – আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ?
রাজু দত্ত – দেখুন ভবিষ্যৎ পরিকল্পনা মানে এই নয় যে আমি কোটিপতি হব। আমার একটিই লক্ষ্য আজীবন সাধারণ মাণুষের সেবা করা।
তাসনিউজ – ধন্যবাদ আপনাকে ।
রাজু দত্ত – আপনাদেরকেও ধন্যবাদ।
এই ভাবে যদি বাংলাদেশের সকল ঔষুধ দোকানের মালিকগণ সাধারণ মাণুষের স্বাস্থ্য সেবার জন্য এগিয়ে আসেন তাহলে স্মার্ট বাংলাদেশ সু স্বাস্থ্যের বাংলাদেশে পরিণত হবে ।
বাবলু বড়ুয়া, তাস নিউজ, চট্টগ্রাম