মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষদের মাংস খাওয়ার সুযোগ করে দিতে এমন মহৎ উদ্যোগ। যা চালু করেছেন চট্টগ্রামের চকবাজারের মাংস বিক্রেতারা। তাদের দেখাদেখিতে অন্য বিক্রেতারাও চালু করছেন নিয়ম। ফলে পরিবার নিয়ে সবাই খেতে পারছেন গরুর মাংস। এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ ও ক্রেতারা।
নগরীর চকবাজার ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি মাংসের দোকানে নোটিশ ঝুলানো হয়েছে। যেখানে লেখা ২৫০ গ্রাম মাংস বিক্রি করা হবে। যে কেউ চাইলেই কিনে নিয়ে যেতে পারবেন।
মাংস বিক্রেতা ইলিয়াস জানান, নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে তিনি প্রথম ২৫০ গ্রাম মাংস বিক্রি শুরু করেন। তার দেখাদেখি অন্য বিক্রেতারা উৎসাহিত হয়ে চালু করেছেন এ নিয়ম। সামনে রমজান। তাই গরিবরা কম পয়সায় কিনে খেতে পারবেন গরুর মাংস। এর ফলে গরিব মানুষের উপকারের পাশাপাশি সওয়াবও পাওয়া যাবে বলে জানান তিনি।
অন্য বিক্রেতারা জানান, প্রায় সময় গরিব মানুষ মাংস কিনতে এসে ফিরে যান। লজ্জায় ২৫০ গ্রাম মাংস কেনার কথা বলতে পারেন না। তাই তাদের সংকোচ দূর করতে এখন থেকে এটি শুরু করা হয়েছে। তবে এই নিয়ম চালুর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে চকবাজারের মাংস বিক্রেতা ইলিয়াস।
হাড়বিহীন এক কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। সেই হিসেবে ২৫০ গ্রাম মাংসের দাম পড়ে ২১২ টাকা। আর হাড়সহ ৭৫০ টাকা দরে ২৫০ গ্রামের দাম পড়ে ১৮৫ টাকা।