9
/ 100
ঢামেকের জরুরি বিভাগ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ঘটনার পর থেকে রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। খবর পেয়ে স্বজনরা ঢামেকে ভিড় করছেন। তারা এসে আহত স্বজনকে দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ছেন।

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়ে ঢামেকে ভর্তি করা হয়েছে অন্তত ৬৫ জনকে। হতাহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ঢামেকের পরিবেশ।তাদের পাশাপাশি আহত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢামেকের পরিবেশ। আহতরা বলছেন, বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। ভবনের ভেতরে অনেক মানুষ আটকে আছেন বলে তাদের ধারণা।