আয়োজনের নানা বিষয় তুলে ধরে সেমস গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, এই প্রদর্শনী মোটরপ্রেমী এবং অটো শিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের একটি ‘ওয়ানস্টপ প্ল্যাটফর্ম’। সেমস গ্লোবাল ইউএসএর আয়োজনে ‘ঢাকা মোটর শো’র ১৬তম আসর বসছে আগামী ১৬ মার্চ। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই প্রদর্শনী চলবে ১৮ মার্চ পর্যন্ত। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, যৌথভাবে একই সময়ে অনুষ্ঠিতব্য ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’, ‘ঢাকা অটোপার্টস শো’ এবং ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’তে জাপান, চীন, ভারত ও মালয়েশিয়াসহ ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড এবং ৩০০ পরিবেশক ৫৫০টি বুথের মাধ্যমে অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস।