শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্যরা। ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের উদ্যোগ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এসইজেডগুলোতে গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা দরকার।
ঢাকা চেম্বারের সভাপতি সামীর সাত্তার বলেন, এলডিসি-পরবর্তী পণ্য রপ্তানি বাড়াতে উদ্যোক্তাদের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় শিল্পের সক্ষমতা উন্নয়নে নীতিসহায়তা দরকার।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, উদ্যোক্তারা তাঁদের সমস্যাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে জানালে সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে পারবে সরকার। শিল্পমন্ত্রী বৈশ্বিক হালাল পণ্যের বাজারের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এ খাতে বিনিয়োগের এগিয়ে আসতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) এবং সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী প্রমুখ।