এবার বিশ্বকাপজয়ী সতীর্থদের জন্য বিশেষ পুরস্কার সোনার আইফোন উপহার দিয়েছেন মেসি,আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে জানা যায়, মরুর বুকে চ্যাম্পিয়ন হওয়া আলবিসেলেস্তে দলের সবাইকে সোনার প্রলেপ দেওয়া বিশেষ মডেলের আইফোন ১৪ মুঠোফোন উপহার দিয়েছেন মেসি। যে তালিকায় নাম রয়েছে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফদেরও। কাতারে বিশ্বকাপ জিতে দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। স্বপ্নযাত্রায় দলকে আসরের শুরু থেকেই নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। এবার বিশ্বকাপজয়ী সতীর্থদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী দলের ফুটবলার ও স্টাফ মিলিয়ে মোট ৩৫ সদস্যেকে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন উপহার দিয়েছেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর।
বিশেষ মডেলের আইফোন ১৪ মুঠোফোনের পেছনে রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো। তাছাড়াও আছে তিনটি তারকা, খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর। লেখা রয়েছে ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২’।
৩৫টি আইফোনের পেছনে মেসির খরচ হয়েছে ২ লাখ ১০ হাজার ডলার। শনিবার মেসির প্যারিসের বাসায় আইফোনগুলো দিয়ে যাওয়া হয়। যা সেখান থেকে চলে যাবে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কাছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, যে প্রতিষ্ঠান মেসিকে এই ফোনগুলো সরবরাহ করেছে, তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজামিন লিওনস ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কাতার বিশ্বকাপের শিরোপা জেতায় মেসিকে তার সতীর্থ ও স্টাফদের জন্য ৩৫টি সোনার প্রলেপ দেওয়া আইফোন ১৪ উপহার দেওয়ার ঘটনা খুব সম্মানের ব্যাপার।’
প্যারিসে মেসির বাড়িতে গিয়ে তাকে সোনার কভারসহ আইফোন দেওয়ার পরে এই খবর জানিয়েছে সংস্থাটি। এই সংস্থাটি সাধারণত ফুটবল সেলিব্রিটিদের সাথে কাজ করে।
সম্প্রতি এমবাপে-বেনজেমাদের পাশ কাটিয়ে ২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দ্য বেস্ট’ পুরস্কার হাতে তুলে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এনিয়ে সপ্তমবার বর্ষসেরা ফুটবলার হওয়া লিওনেল মেসির সঙ্গে এবার ফিফার বেস্ট পুরস্কার পেয়েছেন আরও দুই আর্জেন্টাইন। তার মধ্যে সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতাতে অগ্রণী ভূমিকা রাখা এমিলিয়ানো মার্টিনেজ। সেরা কোচের পুরস্কার উঠেছে আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনির হাতে।