a
});ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আড়াইহাজারের এসপি কেমিক্যালে আগুনের খবর আসে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে। সেখানে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে ৭টি ইউনিট। পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। মোট ১১টি ইউনিট কাজ করলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১টার দিকে রূপগঞ্জ উপজেলার ভুলতার গাউছিয়ায় মিলটিতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ধারাবাহিকভাবে বাকি ইউনিটগুলো ঘটনাস্থলে যায়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।