সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সমান্ত লাল সেন।রাজধানীর গুলশানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসায় ২৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
তিনি বলেন, গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে তিনজন এসেছে। এদের মধ্যে সায়মা রহমান সিনহার অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অন্য দুইজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।এদের মধ্যে একজনকে আজ ছেড়ে দেওয়া হবে। সামন্ত লাল আরো বলেন, আমরা সায়মা রহমানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছি। ৪৮ ঘণ্টা আমরা তাকে অবজারভেশনে রাখবো। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।রোববার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে ইউনিট বাড়ানো হয়। সর্বশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে যোগ দেন সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবক সদস্যরাও। দীর্ঘ চার ঘণ্টা পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগা ভবনের কয়েকটি ফ্লোর থেকে নারী শিশুসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার ফাইটাররা। এ ঘটনায় নিহত হয়েছেন দুজন।