রামগড়ে গুজব,বাল্যবিবাহ, মাদক বিরোধী সচেতনতামূলক এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে অবহিতকরণ চলচ্চিত্র আকারে আজকে বিকালবেলা আনুমানিক ৫ টা ৩০ মিনিট চলচ্চিত্র আকারে (বৈদ্যপাড়া জিরোমাইল)গ্রামে প্রদর্শন করেন রামগড় উপজেলা তথ্য অফিস, এবং তাদের চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন শেষ গ্রামের সন্মানিত ব্যাক্তিদের নিয়ে মিটিং করেন এবং গ্রামের লোকজনের উদ্দেশ্য বলেন, আপনাদের গ্রামের মধ্যে কেউ যদি মাদক দ্রব্য খাই এবং বিক্রি করেন তাদের বিরুদ্ধে রুকে দাড়ানো এবং ১৮ বছর/বাল্য বিয়ে দিচ্ছে বা করাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনের শরণাপন্ন হওয়া। পরিশেষে বলেন আপনাদের গ্রাম আপনারা যেভাবে ভালো দিকে অগ্রসর হবে সেভাবে নিয়ে যাবেন।