a
});আজ থেকে শুরু হয়েছে খাগড়াছড়ির মানিকছড়িতে জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ বুধবার বিকালবেলা ৪ ঘটিকায় ১ম গ্রুপের খেলা অনুষ্ঠিত হয় এবং খেলা শুভ উদ্বোধন করেন মানিকছড়ি আর্মি ক্যাম্প লে.ক্যাপ্টিন এবং আমি ফুটবল কোর্সার এবং মান্যগণ্য ব্যক্তিবর্গ জন।
এবং সেনাবাহিনী লে.ক্যাপ্টিন ছোট্ট আকারে খেলোয়াড়দের উদ্দেশ্য বলেন এখন আপনারা যদি নিয়ম মেনে খেলা শেষ করেন এবং যে দল জয়ী হয়ে আসবেন তারা বিভাগীয় আর্মি জোনের জন্য খেলার সুযোগ পাবেন এই বলে মানিকছড়ি আর্মি ক্যাম্প ক্যাপ্টেন স্থান ত্যাগ করেন।