খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা গুনেছেন মো. শাহজাহান মিয়া।
মঙ্গলবার (১৪) ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১১টায় উপজেলার গোরখানা হালদা নদীর উপশাখায় অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ। এ সময় গোরখানার শহীদ মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া(২৫)-কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারায় অপরাধ ও ১৫ ধারায় শাস্তির আওতায় ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।