প্রকৃতির ডাকে চলে এলো বসন্ত, চারদিকে শুধু আম বাগানের ফুলের গন্ধ এবং মৌমাছিরা তাদের মধু সংগ্রহ কাজ চালিয়ে যাচ্ছে এই ফুলের কলি থেকে।
খাগড়াছড়ির প্রত্যেক উপজেলায় বসন্ত উৎসব মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ১ ফাগুন ১৪২৯, সকাল ১০টায় প্রত্যেক উপজেলার শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সংস্থা মিলে এই প্রথম বসন্ত উৎসবের আয়োজন করেন। তাছাড়া খাগড়াছড়ির শিল্প একাডেমির আয়োজিত বসন্ত উৎসবের অনুষ্ঠান উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার এমপি মহোদয় জনাব, কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব, মোঃ নাইমুল হক পিপিএম, এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্প একাডেমির সাধারণ সম্পাদক জনাব, জীতেন বড়ুয়া এই শিল্পকলা একাডেমির এই প্রচলন আগামী বছর এইদিনে আরো উন্নয়ন শীল ভূমিকা পালন করবেন বলে জানান তারা এরইমধ্যে সবাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। এবং বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক (দেবদাস) কবিতা পাঠ, গান ও নৃত্যানুষ্ঠান ইত্যাদি।