a
});পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। শাহীন মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বাসিন্দা। যৌতুক না দেওয়ায় রাজধানীর মিরপুরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিভাকে হত্যার দায়ে স্বামী শাহীন আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার ৮ নম্বর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন আজ সোমবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন রেজাউল করিম।মামলা সূত্রে জানা যায়, দুই লাখ টাকা যৌতুক না দেওয়ায় মিরপুরের দক্ষিণ পাইকপাড়া বাসায় ২০১৯ সালের ৯ মে তিন মাসের গর্ভবতী স্ত্রী রিভাকে লোহা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে শাহীন আলম। এ ঘটনায় ভুক্তভোগীর মা সহিদা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক এম এ রাহী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।