8
/ 100
খাগড়াছড়ির মানিকছড়ি ছড়ি গিরিমন্ত্রী ডিগ্রি কলেজে ২০২২-২০২৩ ইং শিক্ষার্থীদের আজ সোমবার ০৬/০২/২০২৩ই সকাল ১১টা ঘটিকায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্বাহী কর্মকর্তা জনাব, রক্তিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপজেলার আওয়ামী লীগের সভাপতি (উপজেলা চেয়ারম্যান) জনাব, মোঃ জয়নাল আবেদীন, আরো মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নির্বাহী কর্মকর্তা বক্তব্য রাখেন এবং বলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জনাব, মোঃ জয়নাল আবেদীন কলেজে শিক্ষার্থীদের জন্য পাঁচ(৫)লক্ষ টাকা দেন বলে জানান তাছাড়া পূর্ব কলেজকে আরো উন্নয়ন এবং একটি কেন্টিন আর একটা গহন্থগার করে দিবে বলেন। সবার উজ্জ্বল ভবিষ্যতে কামনা করেন বলে বক্তব্য শেষ করেন তিনি।
কোন অসুবিধা বা কোন সহায়তার প্রয়োজন হলে তাদের কাছে লিখিত অবেদন প্রদান করার জন্য আহ্বান করেন। নবাগত শিক্ষাথীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন স্কুল কমিটি পক্ষ।