যেখানে বাড়ি নির্মাণ ও নির্মাণ সামগ্রী আনতে সেনাবাহিনীর অনুমতি লাগে
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা। এই উপজেলায় বেশ কিছু এলাকায় বসবাসকারী পাহাড়িরা সেনাবাহিনীর অনুমতি ছাড়া বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করতে পারেন না। এমনকি বাড়ি নির্মাণ সামগ্রী যেমন ঢেউটিন, রড, সিমেন্ট, কাঠ ইত্যাদি আনতে গেলেও স্থানীয় সেনা ক্যাম্প বা দীঘিনালা সেনা জোন থেকে অনুমতি নিতে হয়। বিগত ২০১৯ সাল থেকে এসব এলাকায় সেনাবাহিনী নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ফলে সেখানে বসবাসরত পাহাড়িরা নানা হয়রানির শিকার হচ্ছেন।
নতুন বাড়ি নির্মাণের জন্য ৬০ ফুট কাঠ আনতে বাবুছড়া সাবজোনে অনুমতি চেয়ে সন্তোষ চাকমা নামে মেরুং ইউনিয়নের ভৈরফা এলাকার এক বাসিন্দার স্বাক্ষরিত একটি আবেদনপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উক্ত আবেদনপত্রে গতকাল রোজঃ শুক্রবার তারিখ (০৩/০২/২০২৩) লেখা রয়েছে। বাবুছড়া সাবজোন অধিনায়কের বরাবরে করা উক্ত আবেদনপত্রে সুপারিশ করেছেন ১নং মেরুং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ঘনশ্যাম ত্রিপুরা। উক্ত আবেদনপত্রের নিচে লেখা রয়েছে। তবে এটা অনুমতি প্রদান করা হয়েছে কি-না তা স্পষ্ট নয়। কারণ তাতে কারোর কোন স্বাক্ষর নেই।
উল্লেখ্য, ঘরবাড়ি নির্মাণ ও বিভিন্ন নির্মাণ সামগ্রী পরিবহনে সেনাবাহিনীর জারিকৃত নিষেধাজ্ঞা প্রতাহারের দাবিতে বাবুছড়া ইউনিয়ন ও দীঘিনালা ইউয়নিয়নের ১নং ওয়ার্ড এলাকাবাসী ইতোমধ্যে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং সরকারের বিভিন্ন মহলের সাথে কথাবার্তা বলেছেন। কিন্তু সেনাবাহিনীর বেআইনি নিষেধাজ্ঞার কবল থেকে এখনো যে তারা মুক্ত হতে পারেননি তা ভাইরাল হওয়া উক্ত আবেদনপত্রই বলে দিচ্ছে।