স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. দাউদ আদনান স্বাক্ষরিত এক চিঠিতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের পরিচালককে নিপাহ ভাইরাসের চিকিৎসায় ১০ বেডের আইসোলেশন ওয়ার্ড এবং ১০টি আইসিইউ বেড প্রস্তুত রাখতে বলা হয়েছে। খবর বাসসের
দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অবস্থায় রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।সেদিন তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সুস্থ ব্যক্তিরাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এর কোনো প্রতিষেধক নেই। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মন্ত্রী কাঁচা খেজুরের রস এবং পাখির খাওয়া ফল না খাওয়ার পরামর্শ দেন।