ফ্লাইওভারের নিমতলী থেকে ফুলবাড়িয়া অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব এ তথ্য জানান। মেয়র বলেন, সেই লক্ষ্যে আমরা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছি। ফ্লাইওভারের নিচের অংশকে আটটি অংশে ভাগ করেছি। খুব দ্রুতই কাজ শুরু হবে।মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের অংশ বেসামাল হয়ে পড়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সেখানে সৌন্দর্যবর্ধন ও ব্যবহার উপযোগী করা হবে। কিছু অংশ দখল অবস্থায় আছে। সেই জায়গাগুলো দখলমুক্ত করা হবে।
কেমিক্যাল গোডাউন স্থানান্তর প্রসঙ্গে শেখ তাপস বলেন, কেমিক্যাল গোডাউন স্থানান্তরে শিল্প মন্ত্রণালয় থেকে প্রকল্প নেওয়া হয়েছে। তারা জানিয়েছিল, ডিসেম্বরের মধ্যেই এসব গোডাউন সরিয়ে নেওয়া হবে। কিন্তু জানুয়ারি পার হয়ে গেলেও তা করা হয়নি। আমরা মন্ত্রণালয়কে চাপ দিচ্ছি। প্রকল্পটি বাস্তবায়ন হলে পুরান ঢাকার বিপজ্জনক কেমিক্যাল গোডাউনের ঝুঁকি থেকে ঢাকাবাসী মুক্তি পাবে।
এর আগে মেয়র সবুজবাগের মানিকদিয়া ক্লাব সংলগ্ন ৭৩ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা।