বাবা-ছেলের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বুধবার তাদের ঢাকার আদালতে পাঠানো হয়।
রাজধানীর ডেমরার একটি বাড়ির ছাদবাগানে গাঁজা চাষের অভিযোগে বাবা আবদুল ওহাব (৬৬) ও তার ছেলে মাহমুদুল হাসানাকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছাদ থেকে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডেমরার বক্সনগরের একটি চারতলা বাড়ির মালিক আবদুল ওহাব। বাড়ির ছাদবাগানে ফুলের টব ও বালতিতে গাঁজা চাষ করা হচ্ছিল। এগুলো পরিচর্যা করছিলেন ওহাব। আশপাশের লোকজন গাঁজার গাছ দেখে গতকাল মঙ্গলবার ডেমরা থানায় জানান।খবর পেয়ে রাতে অভিযানে গিয়ে পুলিশ পাশাপাশি দুটি গাঁজার গাছ দেখতে পায়। এটি চাষের অভিযোগে আবদুল ওহাব ও তার ছেলে মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার মধুসুদন দাস বলেন, গাঁজা গাছ কে রোপন করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাবা-ছেলে একে অপরকে দোষারোপ করছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাহমুদুল এসব গাছ রোপণ করতে পারেন। তবে তার বাবা বিষয়টি জানতেন।