a
});খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলায় টাউনহলের মধ্যে রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। মতবিনিময় সভায় যরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জনাব, মোঃ সহিদুজ্জামান স্যার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, রক্তিম চৌধুরী এবং উপজেলা চেয়ারম্যান জনাব, মোঃ জয়নাল আবেদীন। আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলার (ছার)৪ টি ইউনিয়ন শাখার চেয়ারম্যান এবং ছত্রিশ(৩৬)টি ওয়ার্ডের প্রতিনিধি এবং সংবাদিকগণরা ।
জেলা খাগড়াছড়ি জেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক(শিক্ষক)জনাব, মোঃ মান্নান স্যার প্রথমে বক্তব্য রাখেন এবং তিনি তুলে ধরেন মানিকছড়ি উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান থাকার পারেও শিক্ষক কম থাকায় এবং শিক্ষার হার সংক্ষির্ণ তাই শিক্ষা খাতে নজর দেওয়ার জন্য অনুরোধ করেন। তাছাড়া ২য় পর্যায়ে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার এং উপজেলা সাস্থ্য অধিদপ্তরের ১ম শ্রেণির কর্মকতা জনাব, ক্রাচিংনু মারমা চাইনম্রাঞো, তিনি বলেন ২০২১ইং সাল থেকে ২০২২ইং পযন্ত মানিকছড়ি উপজেলায় কভিড১৯ সেবা দিয়ে আছেন এবং কভিড১৯ ভেকসিনের কাজ শতভাগ শেষ করেছেন তাছাড়া যারা শ্বাসকষ্ট/এলার্জি কারণ ভেকসিন দেওয়া হয় নাই তারা ভেকসিন নিতে পারবেন বলে জানান এবং প্রশাসনিক সহযোগিতা থাকলে এই অবকাঠামো জোরদার হবে বলে মনে করেন। এবং এরপর বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা নবাগত থানা ইনচার্জ জনাব, একে একে সবার বক্তব্য শেষে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব, মোঃ আনসারুল করিম তিনি বলেন মানিকছড়ি উপজেলার মধ্যে ১ম কাজ মাদক নিরাময় এবং ভূমি দখলসহ নানা ধরনের বিষয় নিয়ে কাজ করবেন তাছাড়া তিনি আরো বলেন কে বাঙালি কে পাহাড়ি/উপজাতি এটা নিয়ে আমার কাছে কোন ভেদাভেদ নেই আমার কাছে সবাই মানুষ এবং যে কোন সময় আসেন সবার জন্য আমার দরজা উন্মুক্ত এবং কোন সংকোচ না করে বন্ধুর মত আমার সাথে কথা বলতে পারেন পরিশেষে মানিকছড়ি উপজেলার সবসময় জনগণের সেবায় নিয়োজিত থাকবো বলে বক্তব্য শেষ করেন। এবং আরও মান্যগণ্য ব্যক্তিবর্গগনরা বক্তব্য রাখেন এবং শেষপর্যায়ে জেলা প্রশাসক
জনাব, মোঃ সহিদুজ্জামান স্যার তিনি বক্তব্য রাখেন উক্ত খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলায় শিক্ষা হার কম থাকায় তিনি জোর দার দিবেন, মানিকছড়ি উপজেলার মানুষের কাছে কোন অভিযোগ/আবেদন থাকলে নিবার্হী কমকর্তার মাধ্যমে চিঠি আকারে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাছাড়া খাগড়াছড়ি জেলায় সাজেক,আলুটিলা এং খাগড়াছড়ি জেলার দশর্নীয় জাগায় গুলো উপরে প্রশাসনিক ব্যবস্থা এবং পযর্টনকারীদের কোন ভোগান্তি পোহাতে না হয় সেইদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিলেন জেলা প্রশাসক জনাব, মোঃ সহিদুজ্জামান স্যার।