6
/ 100
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের নবযোগদানকৃত মহাপরিচালক মোঃ নিজামূল কবীরের সভাপতিত্বে সদর দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও মাঠ পর্যায়ের আটষট্টি(৬৮)টি অফিসের দপ্তর প্রধানগণের অংশগ্রহণে মাঠ পর্যায়ের কার্যালয় কর্তৃক দাখিলকৃত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, ২০২২-২৩ এর দ্বিতীয় ত্রৈমাসিক(অক্টোবর -ডিসেম্বর ২০২২) বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনের উপর ফিডব্যাক প্রদান সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সরাসরি উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রশাসন ও অর্থ) ইয়াকুব আলী, পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মোঃ লিয়াকত হোসেন ভূঞা ও বিভিন্ন শাখার উপপরিচালক, সহকারী পরিচালকগনরা, এবং তাদের মধ্যে একজন আমাদের কে জানান জুম অ্যাপসের মাধ্যমে যুক্ত ছিলেন ৬৮ টি তথ্য অফিসের দপ্তরপ্রধানগণ এবং তাদের মধ্যে আলাপ-আলোচনা হয়।
উক্ত কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার আইন এবং ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলার তথ্য অফিসার জনাব মোঃ মামুন আবদুল রশিদের লেখা “স্বাচ্ছন্দ্যে শুদ্ধ বাংলা বলা ও লেখা” বইটির মোড়ক উন্মোচন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামূল কবীর।
মহাপরিচালক মোঃ নিজামূল কবীর আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন এবং চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় গণযোগাযোগ অধিদপ্তর মাঠ পর্যায়ে অগ্রণী ভূমিকা রাখবে বলে বিদায় নিলেন।