বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশের প্রথম পাতাল মেট্রোরেল (এমআরটি লাইন-১) নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২ ফেব্রুয়ারি সকাল ১১টায় পূর্বাচল সেক্টর ৪-এ ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন ১-এর নির্মাণকাজের উদ্বোধন করবেন।’
এম এ এন সিদ্দিক বলেন, সরকার প্রথমবারের মতো বিমানবন্দর-কমলাপুর এবং পূর্বাচল-নতুন বাজার-রূপগঞ্জের পিতলগঞ্জ রুটের মধ্যে ৩১ দশমিক ২৪১ কিলোমিটারের পাতাল ও উড়াল এমআরটি লাইন-১ নির্মাণ করবে। ডিএমটিসিএল এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবে।
প্রকল্প বিবরণী থেকে জানা গেছে, এমআরটি লাইন-১ পরিকল্পনার অংশ হিসেবে নারায়ণগঞ্জের পিতলগঞ্জ এলাকায় প্রথমে রেল ডিপো নির্মাণ করা হবে এবং নির্মাণকাজ উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে।
এমআরটি লাইন-১
প্রথম অংশ: বিমানবন্দর রুট (বিমানবন্দর-কমলাপুর), যাতে ১২টি স্টেশনসহ ১৯ দশমিক ৮৭২ কিলোমিটারের পাতাল রেল হবে।
দ্বিতীয় অংশ: পূর্বাচল রুট (নতুন বাজার-রূপগঞ্জের পিতলগঞ্জ ডিপো), যাতে ৯টি স্টেশনসহ ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার উড়াল পথ থাকবে। স্টেশনগুলোর মধ্যে সাতটি স্টেশন উড়াল আর নতুন বাজার-নর্দ্দা স্টেশন থাকবে পাতালে।