a
});রোববার বেলা ৩ টায় ই-সিকিউরিটিজ লিমিটেডের নতুন ওয়েবাসাইটে লঞ্চিং করে উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার এহসান ই মোয়াজ্জেম। এসময় তিনি বলেন, ই-সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের সেবা গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, এরই অংশ হিসেবে বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট করা হয়েছে। এর মাধ্যমে নতুন বিনিয়োগকারীরা খুব সহজেই বিও হিসাব খুলতে পারবেন। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা তাদের বিও একাউন্টে লগিং আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ঢুকতে পারবেন। এছাড়াও ফান্ড ডিপোজিট,টাকা উত্তোলন করা যাবে খুব সহজেই। বিনিয়োগকারীদের সেবা গতিশীল করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিশ্বস্ত ব্রোকারেজ হাউস ই-সিকিউরিটিজ লিমিটেডের নতুন ওয়েবসাইট চালু হয়েছে। ব্যারিস্টার এহসান ই মোয়াজ্জেম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেছেন, তার অংশ হিসেবে আমরা ডিজিটাল ই-সিকিউরিটিজ ঘোষণা করলাম।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভবিষ্যতে ই-সিকিউরিটিজ লিমিটেড এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয় সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন্স আমিনুল ইসলাম সুমন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন ও করণীয় সম্পর্কে জানান। সময় উপস্থিত ছিলেন ই-সিকিউরিটিজ লিমিটেডের হেড অব একাউন্ট এবিএম মাহমুদুল হক ,ম্যানেজার সেটেল্ডমেন্ট অজয় কুমার সরকার, আইপিও এবংম্যানেজার গ্রাহক সেবা আব্দুল হাকিম। সংবাদ বিজ্ঞপ্তি