আজ শেষ হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’। মেলার শেষ দিনেও আগ্রহী দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের পাশাপাশি মেলা প্রাঙ্গণে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আজ শনিবার সকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মেলা প্রাঙ্গণে দর্শনার্থীরা প্রবেশ করতে শুরু করেন।
এ সময় তারা মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন। মেলায় দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ ছিল চীনা প্রতিষ্ঠান জেডটিই’র ‘রোবট ডগ’। পাশাপাশি রোব লাইফের ‘রোবট হ্যান্ড’ নিয়েও আগ্রহ দেখা যায় দর্শনার্থীদের মাঝে।