6
/ 100
ধামরাইয়ে সানোড়া ইউনিয়নের ভালুম বাথুলি গ্রামে পুলিশ সদস্য শাহারিয়ারের বাড়িতে এক কলেজছাত্রী বিয়ের দাবি নিয়ে অনশন করছে। গত রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত সে ওই বাড়িতে অনশনে ছিল।

জানা গেছে, ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের সুইচখালি গ্রামের জুলফিকার আলীর মেয়ে মানিকগঞ্জ দেবেন্দ্র সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী মিতু (২২) এর সঙ্গে পাশের ভালুম বাথুলি গ্রামের সেলিম মিয়ার ছেলে পুলিশ সদস্য শাহারিয়া প্রেম করে আসছিল। এ সময় শাহারিয়া তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যায়। রোববার সারাদিন প্রেমিক জুটি মানিকগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে সন্ধ্যায় তাকে বিয়ে করবে না বলে জানায় এবং অন্য মেয়েকে বিয়ে করেছে বলে উল্লেখ করে। এতে উপায় না পেয়ে রাতেই বিয়ের দাবি নিয়ে পুলিশ সদস্যের বাড়িতে ওঠে ওই ছাত্রী। অনশনকারী ছাত্রী মিতু জানায়, দুই বছর ধরে প্রেম চলছে পুলিশ সদস্যে শাহারিয়ার সঙ্গে। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দৌহিক সর্ম্পক করেছে। তাহলে কেন এখন আমাকে বিয়ে করবে না। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো বলেও জানায়। কলেজছাত্রী আরও জানায়, শাহারিয়ার বোন ও মা আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করছেন। এ ঘটনায় পুলিশ সদস্য শাহারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।