মানিকছড়ি ১নং ইউনিয়ন গরু বাজার সংলগ্ন ইটের রাস্তা এবং মহামুনি বাসস্ট্যান্ডে যাওয়ার রাস্তার বড়ো বড়ো গর্ত হয়ে পানি জমে আছে তাছাড়া জনগণ ও যানবাহন চলাচলের বড় সমস্যার সম্মুখীন হতে হয়।
এবং মহামুনি যাওয়ার যে রাস্তায় বড় গাড়ি চলাচল নিষেধাজ্ঞা থাকার পরে ও তারা গায়ের জোরে গাড়ি চলাচল করাই। প্রশাসন এবং রোড অথরিটি প্রতি দৃষ্টি আকর্ষণ করে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের অভিযোগ করেন।