খাগড়াছড়ির সদর মানিকছড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দুটি(২)উদ্ভোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৭ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র দুটি ভিডিও কনফারেন্সিং মাধ্যেমে উদ্ভোদন করেন। এই উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদর ও মানিকছড়ি উপজেলা টাউনহলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রশাসনের এবং ইসলামিক বিষয়কের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খাগড়াছড়ির জেলা সদরের শালবন এলাকায় ,অন্য দিকে মানিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে তেতাল্লিশ(৪৩)শতকে জায়গায় চোদ্দ(১৪)কোটি টাকা ব্যয়ে এ মসজি দুটি নির্মান করা হয়। অন্য দিকে মানিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে চৌত্রিশ(৩৪)শতক জায়গায় চৌদ্দ(১৪) কোটি টাকা ব্যয়ে ২য় মসজিদটি নির্মান হয়।