মানিকছড়ির উপজেলার ৪ নং ইউনিয়নের গ্রামের রাস্তা গুলোর করুণ আবস্থাতে পরে আছে, রাস্তা গুলোতে চলাচলের জন্য অসুবিধা হয় গ্রামবাসীর।
তাছাড়া গাড়ি চলাচলের জন্য এ-ই রাস্তা গুলো উপযোগী নয়, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত হয়ে গেছে। এইছাড়া বেশির ভাগ রাস্তার অসুবিধার কারণে প্রভাব পরছে গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপর যেমন মাদ্রাসা থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর। তাই সাধারণ মানুষের কাছে জিজ্ঞেসা,কার স্বাথে এই রাস্তা, তাড়াই বলেছিলেন তাদের বাচ্চাদের স্কুল/মাদ্রাসা গুলো চলাচলের সমস্যা হচ্ছে। বর্তমানে যদি রাস্তা গুলো মেরামত করা না হয় তাহলে বর্ষার মৌসুমে আরো ভেঙে যেতে পারে। তাই মানিকছড়ি উপজেলার চেয়ারম্যান প্রতি দৃষ্টি আকর্ষণ করে, গ্রামবাসীর দাবী যতদ্রুত সম্ভব রাস্তা গুলো মেরামত জন্য এবং গ্রামবাসীকে এই মৃত্যু ফাদ থেকে উদ্দার করার জন্য ।