5
/ 100
রবিন কান্তি নাথ ।। খাগড়াছড়ি থেকে ।।

খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় প্রত্যেক সাপ্তাহে শনিবার হাট-বাজার মিলিত হয়ে থাকে। তাছাড়া ১৯৯০-সাল থেকে এখনো প্রচলন আছে এই হাট-বাজার,দূর-দূরান্তে থেকে মানুষ আসে তাদের পছন্দমত বাজার-সদায় করার জন্য। তাড়া এসে ভোগান্তি পোহাতে হয় কারণ এই হাট-বাজারের মধ্যেই চলাচল করে অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যানগাড়ি, রিকশা, এগুলো চলাচলের কারণে রাস্তায় য্যাম হয়ে যায়, আর মানুষ চলাচলের সমস্যা হয়ে দাঁড়ায়। ২০১৫-২০২১ সাল পযন্ত সবকিছু আগের মতো ঠিকঠাক ছিল হাট-বাজারে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হতো না। আগে (সেনাবাহিনীর) প্রশাসনের তাগিদ দিয়েছেন সকাল আট(৮)টা থেকে বিকাল তিন(৩)টা পযন্ত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যানগাড়ি, রিকশা, হাট-বাজারের রাস্তা দিয়ে ঢোকা নিষেধ ছিল। বর্তমানে প্রশাসনের কোন কড়া নিদের্শ না থাকায় গাড়ি চালককেরা বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে।
তাই খাগড়াছড়ির জেলা প্রশাসন/মানিকছড়ি উপজেলা প্রশাসনের কাছে সাধারণ মানুষের দাবি সাপ্তাহিক মিলিত হাট-বাজারের (শনিবার) দিন হাটের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখার।