শিশুদের প্রশমন সেবা দিতে বাংলাদেশ পেডিয়াট্রিক প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি (বিপিপিসিএস) যাত্রা শুরু করেছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়। পরে সেবাটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।
‘পেডিয়াট্রিক প্যালিয়েটিভ কেয়ার’ এক ধরনের প্রশমন সেবা। এটি শিশু রোগীদের অনিরাময়যোগ্য বা ুরারোগ্য অসুখের চিকিৎসা চলাকালে যেসব সমস্যা খো দেয়, সেগুলো মোকাবিলা, তাদের কষ্ট-লাঘব এবং জীবনমান ঠিক রাখার সামষ্টিক প্রক্রিয়া। এ চিকিৎসা শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক- সবকিছুকে কেন্দ্র করে একটি সুনির্দিষ্ট প্রটোকলের মাধ্যমে দেওয়া হয়এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সেবার লক্ষ্য শুধু রোগ সারিয়ে তোলা নয়, রোগীকে ভালোবাসা-স্নেহের পরশ দেওয়া ও সর্বোচ্চ সহযোগিতা করা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ এ সেবা কার্যক্রমে অংশ নিতে পারেন। বিশেষ করে তরুণ ও ছাত্রসমাজ এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসতে পারে।
বিপিপিসিএসের উপদেষ্টামণ্ডলীতে আছেন অধ্যাপক আমিরুল মোরশেদ খসরু ও অধ্যাপক ইফফাত আরা শামসাদ। কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে অধ্যাপক ডা. জোহরা জামিলা খান, সহসভাপতি হিসেবে ডা. অজন্তা রানী সাহা ও ডা. এস এম রেজানুর রহমান আছেন। এ ছাড়া কমিটিতে ডা. জান্নাত আরা মহাসচিব, ডা. শাহেদুর রহমান যুগ্ম সচিব, ডা. মেহনাজ আক্তার কোষাধ্যক্ষ, অধ্যাপক ডা. সাহ্নুর ইসলাম, ডা. রেজওয়ানা রিফাত ও ডা. রুমানা ইসলাম বিশেষ সদস্য হিসেবে আছেন।