a
});স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। ব্যবসা-বাণিজ্যে নতুন নতুন পথ উন্মুক্ত হবে, বাড়বে বিদেশি বিনিয়োগও। তবে সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও অপেক্ষা করছে বেসরকারি খাতের জন্য। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পদক্ষেপ নেওয়া জরুরি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন এ কথা বলেন।
রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এজিএমে এফবিসিসিআই সভাপতি বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে অন্যতম রপ্তানি গন্তব্য ইউরোপসহ বেশ কিছু বাজারে বিশেষ বাণিজ্য সুবিধা হারাবে বাংলাদেশ। পণ্যের মূল্য ও মানের দিক থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে বেসরকারি খাতকে। এ জন্য গবেষণা, উদ্ভাবন এবং পণ্যবৈচিত্র্যকরণে জোর দিতে হবে রপ্তানি বাণিজ্য টেকসই করতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিসহ (পিটিএ) দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন দপ্তরের সনদ প্রাপ্তি এবং এর নবায়নে জটিলতা কমানো, অটোমেশন কার্যকর এবং বন্দর ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো জরুরি। তিনি জানান, এফবিসিসিআইয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য আগামী বছরের মার্চ মাসে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে। এর মধ্যে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল বিজনেস সামিট করা হবে। তৃতীয় দিনে মুক্তিযুদ্ধ এবং অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হবে। সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ আলী, মনোয়ারা হাকিম আলী, সাবেক সহসভাপতি আবু আলম চৌধুরী, দেওয়ান সুলতান আহমেদ, হেলাল উদ্দিন প্রমুখ। এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি আমিনুল হক শামীম, আমিন হেলালী, সালাউদ্দীন আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।