মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রির উদ্দেশ্যে ১০ম জাতীয় এসএমই পণ্যমেলা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার।
১০ দিনের এ মেলা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে এ মেলা।এ সময় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় দেশীয় পণ্যের এই মেলায় উদ্যোক্তাদের জন্য ৩২৫টি প্রতিষ্ঠানের ৩৫০টি স্টলের ব্যবস্থা থাকবে। এবার অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে ৬০ শতাংশ নারী এবং ৪০ শতাংশ পুরুষ। মেলার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আয়োজন করা হবে পাঁচটি সেমিনার।