a
});১২ নভেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমিটির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাসুম আল মামুন। এরপর কেক কাটার মাধ্যমে সমিতির এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানীর একটি হোটেলে উদযাপন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দেওয়ান মো. ফজলুর রহমান।
সভাপতির স্বাগত বক্তব্যের পর সমিতির নতুন ও পুরাতন সদস্যদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাহাউদ্দিন সোহেলের প্রাঞ্জল উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমিতির সম্মানীত উপদেষ্টা আর. কে বণিক, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ টিটো, সহ-সভাপতি মো. ওয়াহিদুর রহমান মিন্টু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান স্বপন।
সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তার বক্তব্যে বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সমিতির উপদেষ্টা জনাব আর.কে বণিক এর প্রেরণা ও উদ্দীপনামূলক বক্তব্যে উপস্থিত সকল সদস্যগণ ব্যাপকভাবে উল্লসিত হন। সাধারণ সম্পাদক আসাদুল্লাহ টিটো তার বক্তব্যে মুদ্রণ ব্যবসায়ীদের যাবতীয় সমস্যা ও সমাধানে নানা বিষয়ের অবতারণা করেন। জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতির আগামীদিনের কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যে শ্রোতাগণ বিপুলভাবে উৎসাহিত হন। আলোচনায় আরও অংশ নেন সমিতির সদস্য মো. হাবিবুর রহমান, এবিএম আতাউল গণি, মো. আখতার হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সরোজিত কুমার সরকার, আইনবিষয়ক সম্পাদক মো. সারোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. সুমন চোকদার, সমাজকল্যাণ সম্পাদক ওয়ালিউল ইসলাম পারভেজ, সদস্য হামীম হাবিবুল্লাহ, এ্যাপলো নাগ ঝন্টু, সজিব সরকার, মো. মাহমুদুল হাসান, মো. জিয়াউদ্দিন, মিয়া মো. আজহার, শেখর চন্দ্র রায়, মো. সিদ্দিকুর রহমান তপন, আব্দুল মালেক, মো. আখলাক হোসেন, মো. মোফাজ্জল হায়দার চৌধুরী, মো. শাহীন মোল্লা, আবু সাদেক ভূইয়া, আখতার হোসেন, আবু সাঈদ মো. হাফিজুর রহমান, পংকজ সরকার, জালাল উদ্দিন সাব্বি প্রমুখ।সভাপতির সমাপনী বক্তব্যের পর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়