a
});রোববার (১৩ নভেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিভিন্ন সময় আমদানির পর খালাস না নেওয়ায় মেয়াদোত্তীর্ণ, ব্যবহার অযোগ্য ও পচা পণ্য ধ্বংস করে ৭৩টি কনটেইনারে নিলাম অযোগ্য পণ্য ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত চট্টগ্রাম বন্দরের মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটির ২৫ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭৩ কনটেইনার পণ্য ধ্বংস করা হবে। ১৫ লটের এসব কনটেইনারে বন্দরের ভেতরে রেফার্ডসহ ড্রাই কনটেইনার আছে ১৫টি।
বিভিন্ন অফডকে ড্রাই পণ্যের কনটেইনার আছে ৬১টি। এসব কনটেইনারে ধ্বংসযোগ্য ও বায়োডিগ্রেডেবল (পচনশীল) আদা, সুপারি, খেজুর, জুস, ক্যারোলা বীজ, মাছের খাদ্য, মাছ ইত্যাদি রয়েছে।তিনি জানান, সোমবার (১৪ নভেম্বর) থেকে প্রতিদিন হালিশহর আনন্দবাজারে ১৫-২০টি কনটেইনারের পণ্য ধ্বংস করা হবে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব কনটেইনার পরিবেশ সম্মত উপায়ে ধ্বংসের পরিকল্পনা রয়েছে কাস্টমসের।