a
});সকালে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত অটোমোবাইলবিষয়ক স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভায় এ খাতের ব্যবসায়ীরা এ পরিস্থিতির কথা জানিয়েছেন। এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী শতভাগ মার্জিন দিয়েও ব্যাংক থেকে গাড়ি আমদানির জন্য এলসি খুলতে পারছেন না আমদানিকারকরা।
এতে গাড়ি আমদানি প্রায় বন্ধের উপক্রম হয়েছে। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশে একটি বিদেশি কোম্পানি ইলেকট্রিক গাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে। নিবন্ধন সমস্যার সমাধান না হলে এ বিনিয়োগ বিফলে যেতে পারে। এফবিসিসিআইর সহসভাপতি ও কমিটির ডিরেক্টর ইন-চার্জ মো. হাবীব উল্লাহ ডন বলেন, বৈশ্বিক সংকটের কারণে শতভাগ মার্জিন দিয়ে হলেও তাঁরা এলসি খুলতে চান। তার পরেও বিভিন্ন কাগজপত্রের নামে ব্যাংকগুলো গাড়ি আমদানিকে নিরুৎসাহিত করছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।