সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে, বিদ্যুৎ নেই, রিজার্ভ কমে এসেছে। জনগণকে চুষে খেয়ে এই সরকার ক্ষমতা আঁকড়ে আছে।’ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, রিজার্ভ চিবিয়ে খাওয়া হয়নি, জনগণের কাজে লেগেছে। আসলেই রিজার্ভ চিবিয়ে খাওয়া যায় না, পাচার করা হয়েছে।’সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, দুর্ভিক্ষ ও লোডশেডিং হলো আওয়ামী লীগ সরকারের উন্নয়নের মডেল।
বিশ্বের পরিবর্তিত বাস্তবতার আগেই সরকার রিজার্ভ চুরি করে দেশকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। বৃহস্পতিবার উত্তরার আব্দুল্লাহপুরে পলওয়েল মার্কেটের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তাঁরা।সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে, বিদ্যুৎ নেই, রিজার্ভ কমে এসেছে। জনগণকে চুষে খেয়ে এই সরকার ক্ষমতা আঁকড়ে আছে।’ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, রিজার্ভ চিবিয়ে খাওয়া হয়নি, জনগণের কাজে লেগেছে। আসলেই রিজার্ভ চিবিয়ে খাওয়া যায় না, পাচার করা হয়েছে।’
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘ইভিএম দিয়ে এই সরকারের ‘১৪ ও ‘১৮ সালের মতো আরেকটি জালিয়াতির ভোট করার স্বপ্ন দেশের মানুষ ধুলায় মিশিয়ে দেবে। প্রশাসনেও এখন হাওয়া ঘুরে গেছে।’
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কামাল উদ্দিন মজুমদার সাজুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডি সহসভাপতি তানিয়া রব, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।