বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্যাসিক জিনসের এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে গত সোমবার। রাজধানীর ধানমন্ডিতে বেপজা কার্যালয়ে চুক্তি সই করেন সংস্থার বিনিয়োগ উন্নয়ন বিভাগের সদস্য আলী রেজা মজিদ এবং প্যাসিফিক অ্যাটায়ারসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। তিন কোটি ১৮ লাখ ডলার বিনিয়োগ করছে প্যাসিফিক জিনসের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক অ্যাটায়ারস। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) এ বিনিয়োগের মাধ্যমে উচ্চমূল্যের ফরমাল স্যুট, কোটসহ সব শ্রেণির উপযোগী ক্যাজুয়াল পোশাক উৎপাদন করা হবে। বছরে প্রায় দুই কোটি পিস পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এ বিনিয়োগ করা হচ্ছে।
এতে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকৌশল বিভাগের সদস্য মোহাম্মদ ফারুক আলম, সংস্থার বিভিন্ন বিভাগের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরী, পরিচালক নাজমা বিন্তে আলমগীর, তানভীর হোসেন ও খুরশীদ আলম। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে উন্নত মানের ডেনিম পোশাক উৎপাদন এবং রপ্তানিতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স। ৫০টি দেশে রপ্তানি হয় প্যাসিফিকের জিন্স। ১৯৮ সালে প্রতিষ্ঠিত প্যাসিফিক জিন্সের ১২টি কারখানা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক গ্রুপের আটটি কারখানা রয়েছে। এসব কারখানায় ৩১ হাজার শ্রমিক কাজ করছেন। প্যাসিফিক জিন্সে এখন মোট কর্মী সংখ্যা প্রায় ৩৫ হাজার।