রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গত ১৪ অক্টোবর ৫৩তম বিশ্ব মান দিবস পালিত হয়।বেশি মুনাফার আশায় নিম্নমানের পণ্য উৎপাদন না করে বিশ্বমানের পণ্য তৈরি করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রপ্তানির জন্য যে মানের পণ্য তৈরি করা হচ্ছে, দেশের বাজারের একই মান বজায় রাখতে হবে।শিল্পমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ইউরোপ-আমেরিকাতেও হালাল সনদের চাহিদা দিন দিন বাড়ছে। বৈশ্বিক এ চাহিদাকে প্রাধান্য দিয়ে বিএসটিআই হালাল সনদ দিচ্ছে। সহজে পণ্য পরীক্ষার জন্য ৭৮টি টেস্টিং ল্যাব করা হচ্ছে। মুক্তবাজার অর্থনীতিতে টিকে থাকতে হালাল সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ব্যবসায়ীদের মধ্যে সততা বাড়াতে হবে। বিএসটিআইকে পণ্যের মানের বিষয়ে নজরদারি বাড়াতে হবে। অতি মুনাফালোভীসহ সব ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, দেশে খাদ্যের অভাব নেই। এরপরও যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, ব্যবসায়ীদের কেউ কেউ মানহীন ও নকল পণ্য তৈরি করছে। এ অপব্যবসাকে বেশি বাড়তে দেওয়া যাবে না। পণ্যে ভেজালের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ আইন প্রয়োগ করতে হবে।
এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্ত করতে হবে। বিদেশে শুধু প্রবাসী বাঙালি অধ্যুষিত এলাকায় নয়, আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার করতে হবে।
সভায় বিএসটিআইর নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন সংস্থার মহাপরিচালক জনেন্দ্র নাথ সরকার।