a
});উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বড় বড় পদে নারী নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছে। বর্তমান সরকারের পরিচয়পত্রে মায়ের নাম যুক্ত করিয়েছে।’ তিনি আরও বলেন, নারীরা অর্থনৈতিক ভাবে এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্যই ভালো। সরকারের পক্ষ থেকে নারীদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ট্রেনিংয়ের মাধ্যমে নারীদের দক্ষ করে গড়ে তোলার জন্য সারাদেশে ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে। নারীদের ব্যবসা করার পুঁজির অভাব হলে সরকারের পক্ষ থেকে পুঁজির ব্যবস্থা করা হচ্ছে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুইদিনের ‘উই সামিট ২০২২’। শুক্রবার সকালে সামিটের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, বাংলাদেশ সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা ঘোষণা দিয়েছিলো। দেশ এখন ডিজিটাল। এই ডিজিটাল বাংলাদেশে সুবিধা নিয়ে নারীরা প্রযুক্তি বান্ধব ব্যবসা করছে। আইসিটি বিভাগ থেকে নারীদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই প্রশিক্ষণ নিয়ে নারীরা সাবলম্বী হয়ে হয়ে উঠছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উইম্যান অ্যান্ড ইকমার্স ট্রাস্টের সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, এই সামিট নারীদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ভুমিকা রাখবে। নারীদের প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার জন্য উই শুরু থেকে কাজ করে যাচ্ছেন। আমাদের দেশে নারীরা ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো করছে। উইয়ের সেই ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করছে।
অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, উইয়ের উপদেষ্টা ও সিল্কক গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌম্য বসু, স্টার টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা খান প্রমুখ।
দুই দিনব্যাপী এ সামিটে থাকছে নানা আয়োজন। প্রথম দিনে ছিলো উদ্যোক্তাদের ব্যবসায়ীক কাজে বেশ সহায়তা করবে এমন কিছু শিক্ষণীয় আলোচনা পর্ব। ফেসবুক কর্মাসের সুষ্ঠু ব্যবহার, প্রযুক্তির সহায়তায় ব্যবসাকে আরো এগিয়ে নেওয়া, কুরিয়ার ও লজিস্টিক সেবা ব্যবহারসহ নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব গুলো। নানা সেশানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ডিজি এ. এইচ. এম. শফিকুজ্জামান, ইকমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার, ব্রেকবাইট কমিউনিকেসন্সের প্রধান নির্বাহী আসিফ আহনাফ, বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির ম্যানেজিং ডিরেক্টর ডক্টর বিকর্ণ কুমার ঘোষ, ডেইলি স্টারের চীফ বিজনেস অফিসার তাজদীন হাসান, উই এডভাইজর কবির সাকিব, স্টার্টাপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ, আকিজ ভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, নিজের বলার মতো গল্প’র প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, ফুডপান্ডা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আম্বারিন রেজা সহ প্রমুখ।
আয়োজনের মূল সহযোগী হিসেবে রয়েছে বিশ্বব্যাংকের প্রজেক্ট উই-ফাই। উইমেন এন্টারপ্রেনারস ফাইন্যান্স ইনিশিয়েটিভ (উই-ফাই) হল একটি বিশ্বব্যাংকের একটি কারিগরি সহায়তা প্রকল্প যা নারী এসএমই উদ্যোক্তাদের জন্য বাজারের সুযোগ তৈরি নিয়ে কাজ করে।
সম্মেলনের প্রথম দিন নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিকল্পনা প্রণয়ন, কম দামে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা, পণ্য সরবরাহ সমস্যা, ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থায়ন, ফেসবুকে পণ্যের প্রসার, ছবি ও ভিডিওর মাধ্যমে পণ্যের প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা আয়োজন করা হবে। অনলাইনেও আটটি সেশন হবে। দ্বিতীয় দিনে সেরা ২০ নারী উদ্যোক্তাকে দেওয়া হবে ‘জয়ী’ সম্মাননা। নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবাও প্রদর্শন করা হবে সম্মেলনে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১৩ লাখ সদস্যের এই ফেসবুক গ্রুপ গত ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে নারী উদ্যোক্তা সৃষ্টিতে। দেশের নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় কমিউনিটি উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট-উই’র মাধ্যমে সারাদেশে প্রায় ৪ লাখ নারী উদ্যোক্তা হয়েছেন।