স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক বুধবার ব্যাংকগুলোতে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স বা অনুমোদন ছাড়াই কিছু প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে এলসি খুলে বিদেশ থেকে মদ আমদানি করছে। ফলে মদের নানা অপব্যবহারের পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এ পরিস্থিতিতে অধিদপ্তরের লাইসেন্স বা অনুমোদন ছাড়া মদ আমদানির কোনো এলসি খোলা যাবে না বলে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।নির্দেশনার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে। যেখানে অধিদপ্তরের অনুমোদন ছাড়া মদ আমদানি নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, আইন অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ক, খ ও গ শ্রেণির মাদকদ্রব্য আমদানি, সংরক্ষণ, ব্যবহার, গুদামজাত, সরবরাহ, বিপণন, কেনা, বেচা, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন ও স্থানান্তরের সুযোগ নেই। তবে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই বিভিন্ন ব্যাংক থেকে এলসির মাধ্যমে বিদেশ থেকে মদ আমদানি করে বাজারজাত করছে। এতে সরকার বিপুল পরিমাণের রাজস্ব হারাচ্ছে। আবার আমদানি করা মাদকদ্রব্যের বিভিন্ন অপব্যবহার হচ্ছে।
এ অবস্থায় অধিদপ্তরের লাইসেন্স, অনাপত্তি বা পূর্বানুমতি ছাড়া আইনে অন্তর্ভুক্ত ক, খ ও গ শ্রেণির মাদকদ্রব্য আমদানির জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে এলসি না খোলার বিষয়ে নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছে। এই চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।