a
});রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় ৩৪টি প্রতিষ্ঠানের মোট ১৮২টি স্টল রয়েছে।শুরু হয়েছে ১৭তম জাতীয় ফার্নিচার মেলা। বৃহস্পতিবার শুরু হওয়া দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহ এই আয়োজন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টারের (ডিটিসি) ব্যবস্থাপনায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এ মেলার আয়োজন করেছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক কে. এম আকতারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
এফবিসিসিআই সভাপতি ফার্নিচার কোম্পানির মালিকদের রপ্তানি বাণিজ্যের প্রতি আরও মনোযোগ দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, এর মাধ্যমে ফার্নিচার শিল্প এবং দেশ উপকৃত হবে। এ সম্পর্কিত নীতিমালা তৈরির বিষয়েও কাজ করতে সংশ্নিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
এবার জাতীয় ফার্নিচার মেলায় মূল আয়োজনের পাশাপাশি উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতযোগিতা। চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘ছবির মতো ঘর’। গত ১৬ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার উদ্দেশ্য হলো, দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরে রপ্তানি বাড়ানো।
২০২১-২২ অর্থবছরে ১৯ কোটি ইউএস ডলারের ফার্নিচার রপ্তানি করা হয়েছে। আগের অর্থবছরের চেয়ে যা প্রায় ৩৯ শতাংশ বেশি। বর্তমানে বাংলাদেশ থেকে ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ফার্নিচার রপ্তানি হচ্ছে।