মেলা উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।দুই বছর পর আবারও শুরু হচ্ছে দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন ১৭তম জাতীয় ফার্নিচার মেলা। আগামী ৬ অক্টোবর রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে মেলা শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পর্যন্ত।মেলায় হাতিল, আখতার, নাভানা, পারটেক্স, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্সসহ ৩৪টি প্রতিষ্ঠানের ১৮২টি স্টল থাকবে।
আয়োজকরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি থাকবেন ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক কেএম আকতারুজ্জামান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, মহাসচিব মো. ইলিয়াস সরকার, ভাইস চেয়ারম্যান, আহ্বায়ক মেলা কমিটি, আলহাজ শেখ আব্দুল আউয়াল এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার।