a
});বাংলাবান্ধা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ইমরুল হোসেন পাটওয়ারী জানান দূর্গাপূজায় বাংলাবান্ধা স্থল বন্দর ১০ দিনবন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল কার্যক্রম চালু থাকবে। বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে দেশের সর্ব উত্তরের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা আমদানি-রপ্তানী কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন বন্ধ । বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি কারক গ্রæপের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয়সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন এবং সিএন্ডএফ এসোসিয়েশনের যুগ্ম আহŸায়ক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সাপ্তাহিক ছুটি সহ আজ ৩০ সেপ্টেম্বর/২২ (শুক্রবার) থেকে ০৯ অক্টোবর/২২ (রবিবার) পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১০ অক্টোবর সোমবার সকাল থেকে বন্দরটি সকল কার্যক্রম চালু থাকবে।