a
});নিম্নমুখী প্রবণতার মধ্যেও গতকাল সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয় ৬টি শেয়ার। এগুলো হলো- এডিএন টেলিকম, আজিজ পাইপস, ইস্টার্ন হাউজিং, ইনডেক্স এগ্রো, কেয়া কসমেটিকস ও মীর আকতার। শেষ পর্যন্ত এডিএন টেলিকম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ৮১ টাকা ২০ পয়সায় স্থির থাকে।
কেয়া ছাড়া বাকি পাঁচ শেয়ারের দর ৯ শতাংশের ওপর বেড়েছে।শেয়ারবাজারে বেশিরভাগ শেয়ারের দরের সঙ্গে মূল্যসূচকও কমেছে। গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭০ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ৬০টির দর বেড়েছে। বিপরীতে ১৩৬টির দর কমেছে। অন্যদিকে অপরিবর্তিত ছিল ১৭৪টির দর।কিছু শেয়ারের দর বেশ বাড়লেও সাম্প্রতিক সময়ে দর কমে যাওয়া শেয়ারের সংখ্যা বেশি থাকছে। গত ১৮ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত আট কার্যদিবসের মধ্যে ২২ সেপ্টেম্বর ছাড়া বাকি সাত কার্যদিবসের প্রতিদিনই দরবৃদ্ধির তুলনায় কমে যাওয়া শেয়ার সংখ্যা বেশি ছিল। গতকাল প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট হারিয়ে ৬৪৮৯ পয়েন্টে নেমেছে। সর্বশেষ ছয় কার্যদিবসে সূচকটি প্রায় ১১২ পয়েন্ট হারিয়েছে।গতকাল ডিএসইতে ১ হাজার ৪৯৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৩৫ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন নিয়ে একক কোম্পানি হিসেবে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা। ২৪৮ কোটি টাকার লেনদেন নিয়ে ওষুধ খাত ছিল খাতওয়ারি লেনদেনের শীর্ষে।