a
});ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সামান্য সময়ের জন্য দ্বিতীয় অবস্থানে উঠে আসলেও দ্রুতই বার্নার্ড আর্নল্টের কাছে অবস্থান হারান আদানি। এই রিপোর্ট লেখার সময় তিনি তৃতীয় অবস্থানে ছিলেন। এছাড়া শীর্ষ ধনীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন আরেক ভারতীয় মুকেশ অম্বানি। শুক্রবার বিশ্বের ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। তবে সেটি সামান্য সময়ের জন্য। কিছুক্ষণ দ্বিতীয় অবস্থানে থাকার পর আবার তৃতীয় অবস্থানে নেমে এসেছেন তিনি। শুক্রবার তার উপরে থাকা দুই ধনকুবের অ্যামাজনের মালিক জেফ বেজোস এবং লুই ভিটনের বার্নার্ড আর্নল্টকেও ছাড়িয়ে যান আদানি। তার সামনে থাকে শুধুমাত্র ইলন মাস্ক।
আদানি এমনিতে এশিয়া মহাদেশের সবথেকে বেশি সম্পদের মালিক। এই মহাদেশ থেকে এর আগে কেউ শীর্ষ ধনীদের তালিকার প্রথম তিন জনের মধ্যে ঢুকতে পারেনি। তবে আদানি প্রথম সেটি করে দেখিয়েছিলেন। শুক্রবার দেখা যায় আদানির সম্পদের পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আর এতেই তিনি ছাড়িয়ে যান তার উপরে থাকা জেভ বেজস ও বার্নার্ডকে। এসময় আদানির মোট সম্পদ দাঁড়ায় ১৫৫.৫ বিলিয়ন ডলারে। যদিও পরেই তা কমে আসে। বর্তমানে সেটি রয়েছে ১৫২.৩ বিলিয়ন ডলার। অপরদিকে আদানির কাছে দ্বিতীয় স্থান হারিয়ে আবার ফেরত পাওয়া আর্নল্টের সম্পত্তি এখন ১৫৩.৭ বিলিয়ন ডলার। বর্তমানে তালিকায় চতুর্থ অবস্থানে থাকা জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৪৯.৭ বিলিয়ন মার্কিন ডলার।