অনেকদিন ধরেই অসুখের সঙ্গে যুদ্ধ করছে ‘ইত্যাদি’-খ্যাত কণ্ঠশিল্পী আকবরের জীবন। তার মেয়ে অথৈয়ের সুবাদে সোশ্যাল হ্যান্ডেলে সেসব করুন খবর ভেসে বেড়ায়।
তবে এবার অথৈ যে খবরটা দিলেন, সেটি সত্যিকার অর্থেই আকবরের অথৈ সাগরে ডুবে যাওয়ার মতো। আকবর কন্যা জানান, তার বাবার দুটো কিডনিই বিকল। দ্রুত সময়ের মধ্যে কেটে ফেলতে হবে একটি পা। না হয় সংক্রমিত হবে পুরো শরীরে।