আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর—আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিন ব্যাপী ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস) ২০২২। আগামী ১২ সেপ্টেম্বর রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে শুরু হবে এই সেমিনার। বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিকের যৌথ আয়োজনে সেমিনারের এবারের থিম হলো ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’। ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সেমিনারের উদ্বোধন করবেন।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনিয়র সামরিক নেতাদের নেতৃত্বে ২৬টি দেশের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেবেন। যা ১২-১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৪৬ তম আইপিএএমএসের তিনটি পূর্ণাঙ্গ অধিবেশনের মধ্যে রয়েছে শক্তিশালী শান্তিরক্ষা, নারী ক্ষমতায়ন এবং আঞ্চলিক সহযোগিতায় ভূমি শক্তি।
অংশগ্রহণকারীদের জন্য একটি পৃথক অধিবেশন হবে যেখানে ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়ন; সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ নিয়ে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও অংশগ্রহণকারী দেশগুলির জুনিয়র এবং নন-কমিশন্ড অফিসাররা নেতৃত্বের চ্যালেঞ্জগুলোর উপর একটি অধিবেশনে অংশ নেবেন।
সেমিনারের একটি অংশ কক্সবাজারে করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিনিধিরা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একটি ক্যাম্প পরিদর্শন করবেন।
আইপিএএমএস হল অন্যতম প্রধান সেনা কর্মকাণ্ড, যা ইন্দো-প্যাসিফিক আঞ্চলিক স্থল বাহিনীর সিনিয়র সামরিক নেতৃত্বের জন্য শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে মতামত ও ধারণা বিনিময়ের জন্য একটি ফোরাম। আইপিএএমএস-এর উদ্দেশ্য পারস্পরিক বোঝাপড়া, সংলাপ এবং বন্ধুত্বের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। বাংলাদেশ তৃতীয়বারের মতো সেমিনারের সহ-আয়োজক। এর আগে ১৯৯৩ এবং ২০১৪ সালে এই ইভেন্টের সহ-আয়োজক ছিল বাংলাদেশ।